EIIN : 113677, CODE : BISE-6051, NU-6207, DSHE-3606013202

সভাপতির বানী

“প্রতিষ্ঠাতার বাণী ” ॥ তখন ছিলো ১৯৮৯ মাস। প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত সন্তানদের উচ্চ শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যেই আমার, পিতা মরহুম ড. মোসলেম উদ্দিন খান তার সহোদর ভাই মরহুম আলহাজ্ব আবুযাল হোসেন খানের ঐকান্তিক সহায়তায় ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিলো। সেই থেকে এই পর্যন্ত নানান চড়াই-উৎরাই পেরিয়ে, অজস্র বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে, কলেজটি আজো উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষাকে পুস্তিক মানুষের দোরগোড়ায়; পৌঁছে দেয়ার জন্যই আমার বাবা এই কলেজটি স্থাপনের মাধ্যমে অসাধ্যকে সাধন করেছেন। যা নিঃসন্দেহে এক অনুকরণীয় ইতিহাস বটে। ১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক স্তরের, কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষ থেকে ডিগ্রী (পাস) স্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। করে। যা নিভৃত পল্লী জনপদে উচ্চ শিক্ষা প্রসারের ইতিহাসে এক অনিবার্য মাইলফলক। সর্বোপরি আগামী দিনে কলেজটিকে দেশের এক অন্যতম মডেল বিদ্যাপীঠের পরিনত করার লক্ষ্যে আমরা নিরন্তর, প্রয়াস-প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমাদের এই আলোর অভিযাত্রায় সর্বমহলের সহায়তা প্রত্যাশা করি। ধন্যবাদান্তে ডাঃ রোকসানা পারভীন খান প্রতিষ্ঠাতা ও সভাপতি ডাঃ মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজ। জয়নগর, জাজিরা, শরীয়তপুর

ডা: রোকসানা পারভিন খান

সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য

ডা: মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজ

অধ্যক্ষের বানী

“অধ্যক্ষের বাণী” ।। হাওড়-বাওড় বেষ্টিত পদ্মা-আড়িয়ালখাঁ’র চরাঞ্চলে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মাঝে উচ্চ শিক্ষার আলো জ্বালাবার, তাগিদ অনুভর করেছিলেন একজন ক্ষনজন্মা মহাপুরুষ। তিনি আর কেউ নন-তিনিই ছিলেন বিশ্ববরেণ্য চিকিৎসা বিজ্ঞানী জনাব ডঃ মোসলেম উদ্দিন খান। তার এবং তারই অপর সহোদর ভাই মরহুম আমহাজ্ব আবুযাল হোসেন খানের নিরলস প্রয়াস প্রচেষ্টার ফসল আজকের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজ। যখন দেশের অনেক উপজেলা সহজেই কলেজ স্থাপনের দুরন্ত কাজে এগিয়ে আসতে কেউ দুঃসাহস দেখাতো না, সেই সময়ে, শরীয়াতপুর জেলার, জাজিরা উপজেলার অবহেলিত জনপদ জয়নগরে হাজারো বাঁধার-পাহাড় মাড়িয়ে মাথা উচু করে দাঁড়িয়েছিল এই কলেজ, এই বাতিঘর। এযেনো এক সোনালী ইনকিলাব। নিভৃত পল্লীজনপদের উচ্চ শিক্ষার দুর্মর জোয়ার এনেছিলো এই কলেজ। প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি প্রান্তিক শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার আলোয় উদ্ভাসিত হয়ে দেশে ও দেশের বাইরে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অনাগত দিনগুলোতেও এই বাতিঘরের, অবিনাশী আলোর দ্যুতি ছড়িয়ে, যাক দেশে দেশে, কালের সীমানা পেরিয়ে কালান্তরে, এ-ই আমাদের ঐকান্তিক প্রত্যাশা। ‘অমা’ য়ালাইনা ইল্লাল বালার্স’। মোঃ দেলোয়ার হোসেন অধ্যক্ষ ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজ জয়নগর, জাজিয়া, শরীয়তপুর।

অধ্যক্ষ প্রক্রিয়াধীন

ডা: মোসলেম উদ্দিন খান ডিগ্রি কলেজ