সভাপতির বানী
“প্রতিষ্ঠাতার বাণী ” ॥
তখন ছিলো ১৯৮৯ মাস।
প্রান্তিক জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত সন্তানদের উচ্চ শিক্ষা সহজলভ্য করার লক্ষ্যেই আমার,
পিতা মরহুম ড. মোসলেম উদ্দিন খান তার সহোদর ভাই মরহুম আলহাজ্ব আবুযাল হোসেন
খানের ঐকান্তিক সহায়তায় ডাঃ মোসলেম উদ্দিন খান ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয়েছিলো।
সেই থেকে এই পর্যন্ত নানান চড়াই-উৎরাই পেরিয়ে, অজস্র বাঁধার পাহাড় ডিঙ্গিয়ে,
কলেজটি আজো উচ্চ শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
শিক্ষাকে পুস্তিক মানুষের দোরগোড়ায়; পৌঁছে দেয়ার জন্যই আমার বাবা এই কলেজটি
স্থাপনের মাধ্যমে অসাধ্যকে সাধন করেছেন। যা নিঃসন্দেহে এক অনুকরণীয় ইতিহাস বটে।
১৯৮৯ সালে উচ্চ মাধ্যমিক স্তরের, কলেজ হিসেবে যাত্রা শুরু করলেও ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষ
থেকে ডিগ্রী (পাস) স্তরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি লাভ করে। করে। যা নিভৃত পল্লী
জনপদে উচ্চ শিক্ষা প্রসারের ইতিহাসে এক অনিবার্য মাইলফলক। সর্বোপরি আগামী দিনে
কলেজটিকে দেশের এক অন্যতম মডেল বিদ্যাপীঠের পরিনত করার লক্ষ্যে আমরা নিরন্তর,
প্রয়াস-প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছি। আমাদের এই আলোর অভিযাত্রায় সর্বমহলের সহায়তা প্রত্যাশা করি।
ধন্যবাদান্তে
ডাঃ রোকসানা পারভীন খান
প্রতিষ্ঠাতা ও সভাপতি
ডাঃ মোসলেম উদ্দিন ডিগ্রী কলেজ।
জয়নগর, জাজিরা, শরীয়তপুর